April 25, 2022

আহলে বাইতকে ভালোবাসতে হবে, তবে...

এই কথাটা কেউ অরিজিনালি আহলে বাইতের প্রতি সম্মান থেকে বলছে নাকি শিয়া ইন্সপায়ার্ড বোঝার ছোট্ট উপায় হল, খেয়াল করে দেখবেন, নবীজির মূল আহলে বাইত (ঘরওয়ালী, স্ত্রী)দের বাদ দিয়ে এক লাফে আলী-ফাতিমার গল্প শুরু করে কি না। 

যদি দেখেন মাওলা আলী মাওলা আলী করে ভাব নিচ্ছে, কিন্তু নবীজি পালক পূত্র যায়দ বা স্ত্রীদের সম্মান নিয়ে টু শব্দ নাই। উসমান রা.এর শাহাদাত নিয়ে কোনো কথা নাই। উম্মুল মুমিনিনদের গালিগালাজ করা নিয়ে কোনো চিন্তা নাই। ইবনে মাসউদ, ইবনে ওমর, ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুমদের মত সাহাবাদের নিয়ে কোনো কথা নাই। 

তাহলে বুঝবেন হয়তো এই লোক শিয়া ভাইরাসে এফেক্টেড। অথবা লোকটা বোগাস। আজাইরা এস্থেটিক সাজতেসে।

----
২৫এপ্রিল, ২০২২

----

কমেন্ট থেকে -

someone commented
তারা অবশ্যই আহলে বাইতের অন্তর্ভুক্ত। আলে আব্বাসরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। রদিয়াল্লাহু আনহুমা। তবে চাদরাবৃত চারজনের আলাদা মর্যাদা সহিহ হাদিস দ্বারা স্বীকৃত। এটাকে নেগলেক্ট করার সুযোগ নেই।
Active
Abdullah Almahmud
সেই হাদিস নতুন করে শেখা লাগবে ভাই?
উনাদেরকেও যেন আহলে বাইতের ফজিলত দেয়া হয়, সেজন্য নবীজি ওভাবে দোয়া করেছেন। যারা বাই ডিফল্ট আহলে বাইত, তারা কই গেল?
আহলে বাইত সমাজে প্রচলিত পরিভাষা। মঙ্গলগ্রহের কোনো টার্ম না। 
কমন সেন্স থেকে বলেন, কেউ যদি বলে, ইমাম সাহেবের ঘরওয়ালী/ঘরের লোক এটা পাঠাইসে। কি বুঝবেন? বাইশ পারার শুরুতে যে আহলে বাইতের কথা বলেছে আল্লাহ, সেখানে কাদের কথা বলেছে?
Share:

0 comments:

Post a Comment