August 2, 2016

এন্ড্রয়েড অ্যাপ: সাহাবায়ে কিরাম বনাম আহলে হাদিস

ইসলামের আবির্ভাবের পর থেকে যত গোমরাহ পথভ্রষ্ট ফিরকাহ এসেছে তারা প্রত্যেকেই সাহাবায়ে কিরামের ব্যাপারে বাতিল চিন্তাধারা পোষণ করতো। কেউ সাহাবাদের উদ্ধৃতি শুনলেই অস্বস্তিতে ভুগে, কেউবা সাহাবাদের যাচ্ছেতাই গালিগালাজ করে, কেউ কেউ তাদের তাকফিরের দুঃসাহস পর্যন্ত দেখায়।
এই সময়ের ব্যাপক আলোচিত-সমালোচিত একটি গোষ্ঠী হচ্ছে আহলে হাদীস। ঈসায়ী উনিশ শতকে আবির্ভূত এই দলটির প্রথম সারির নেতারা সাহাবায়ে কিরাম রাদ্বিয়াল্লাহু আনহুম আজমাঈন সম্বন্ধে কেমন ধারণা পোষণ করে সে সম্পর্কে ব্যাপক তথ্যবহুল আলোচনা করা হয়েছে অ্যাপটিতে। উদ্ধৃত পুস্তক সমূহ থেকে স্ক্রিনশট সহ দেখতে চাইলে, এবং কোনো তথ্য সম্পর্কে লেখকের আলোচনা করতে চাইলে অ্যাপ এর শেষে দেয়া “বিস্তারিত তথ্যসূত্র” মেনুটি অনুসরণ করতে হবে।
.
তাহলে Android ইউজাররা অ্যাপটি ডাউনলোড করে এখনি ইন্সটল করে নিন।
.
নামঃ সাহাবায়ে কিরাম বনাম আহলে হাদীস.apk
সাইজঃ ৯৩০ kb
ডাউনলোড লিংকঃ-

অ্যাপ সংক্রান্ত কোনো পরামর্শ থাকলে কিংবা সমস্যা দৃষ্টিগোচর হলে অনুগ্রহ করে ডেভেলপারকে জানাবেন, অ্যাপ এর About মেনুতে যোগাযোগের লিংক পাবেন।
আর অতি অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না..
আল্লাহ যেন আমাদের সহায় হয়, আমীন…
Share:

0 comments:

Post a Comment