July 30, 2016

তোমরা যারা জঙ্গি..(উৎসর্গ টু প্রিয় জাফর ইকবাল স্যার)

তোমরা যারা জঙ্গি..
উৎসর্গ টু প্রিয় জাফর ইকবাল স্যার
- --- -
ক) আমি জাফর ইকবাল স্যারকে কতটা ভালোবাসি তা আপনারা খুব ভালোভাবেই জানেন, না জানলে কল্পনা করে নেন।
সেই হিসেবে দেশে জঙ্গি কাহিনী শুরু হওয়ার পর থেকেই যে মানুষটাকে মিস করছিলাম তিনি হচ্ছেন আমাদের জাফর ইকবাল স্যার। খবরের পাতায় টিভির স্ক্রলে তাকিয়ে ছিলাম স্যার মরছে কি না!
:p
যেহেতু স্যার বেঁচে আছেন তাই অপেক্ষায় ছিলাম জঙ্গি বিষয়ে স্যারের অমূল্য কিছু বানী শুনে তৃপ্ত হবো! গতকাল স্যার আমাদের সেই তৃষ্ণা নিবারণ করেছেন।
.
খ) যাইহোক আপনারা জানেন যে আমি জাফর ইকবাল স্যারের ফলোয়ার, যদিওবা অজানা কোনো কারণে স্যার আমাকে ব্যান করেছেন, যার কারণে উনার পেজে আমি লাইক কমেন্ট কিছু করতে পারিনা।
তো কাল রাতে স্যারের জঙ্গি বিষয়ক লেখাটি আমার সামনে আসে, এখন আমি আপনাদেরকে সংক্ষেপে জানাচ্ছি স্যারের সেই মহামূল্যবান লেখায় কি কি ছিলো।
.
১। স্যার শুরুতেই জানিয়েছেন, মুক্তচিন্তার ধ্বজাধারী প্রতিষ্ঠান সমূহ থেকে জঙ্গি বের হতে দেখে উনি নিতান্তই টাষ্কান্নিত।
২। এরপর ছাত্ররা ক্লাসে অনুপস্থিত থাকলে উনি কিভাবে ধোলাই করেন সেটার বিবরণ দিয়েছেন।
.
৩। এতক্ষণ মোটামুটি ভালোই চলছিল, কিন্তু এপর্যায়ে এসে হঠাৎ স্যারের প্রাগৈতিহাসিক ইচ্ছাগুলো জাগ্রত হয়, তিনি বলেন-
""আমার খুব জানার ইচ্ছে করে, এই আধুনিক তরুণেরা কোনো একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়েছে কি না, কোনো বিজয় দিবসে ‘আমার সোনার বাংলা’ গেয়েছে কি না, বাংলাদেশের ক্রিকেট খেলা থাকলে টেলিভিশনের সামনে বসে সাকিব-মাশরাফি-মুস্তাফিজদের খেলা দেখে আনন্দে চিৎকার করেছে কি না!""
.
৪। হাসবেন না! আগে বলেন আপনি চিৎকার করেছেন তো? যদি করে থাকেন তবে আর আপনাকে জঙ্গি বানায় কার সাধ্যি? ☺ আর না করলে এখনি চিক্কুর মারেন। যতটাকা লাগে দেবে হাজি মহসিন :)
.
৫। এরপরের ঘটনা আরো লোহমর্ষক! স্যারের জীবনে শোনা সবচে ভয়াবহ গল্প!
গল্পটা এরকম- "হঠাৎ একটা বাচ্চা নাকি তার সহপাঠীদের যখনতখন মারতে শুরু করছে। পরে জানাগেল যাদের মারছে তারা সবাই হিন্দু! এরপর বাচ্চাটা নাকি স্যারদের বলেছে ‘হিন্দুদের মারলে সওয়াব হবে’।
- (গল্পটা শেষ হলো) :D
.
৬। আচ্ছা আমি তপু পড়েছেন?
ওইযে.. যেটা "এ চাইল্ড কলড ইট" মুভি থেকে স্যার নকল করেছিলো। সেটায় মুভির গল্পের মাঝে আমাদের স্যার এরকমই একটা গল্প ঢুকিয়েছিলেন।
....তোফাজ্জল হোসেন রাজাকার; শিক্ষকটা শুধু হিন্দু ছাত্রদের মারে :o
মনে পড়ছে?
কেমনে মিলে গেল?
.
৭। স্যারের জীবনে শোনা সবচে ভয়াবহ ঘটনাটি উল্লেখ করে তারপর যা বলেছেন তার সারকথা হচ্ছে- "প্রাইমারী লেভেল থেকেই শিশুদের ধর্মীয় শিক্ষা থেকে দূরে রাখতে হবে। তাহলেই কেবল....!"
.
৮। যাহোক, এরপর স্যার উনার সোনার ছেলেদের অসাধারণ অসাধারণ কিছু ঘটনা উল্লেখ করেছেন, যেসব পাঠ করলে আপনার চেতনা জাগ্রত হতে বাধ্য, হতেই হবে।
.
স্যারের লেখা পাঠ করে আমি এখন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত,
আপকা হালাত ক্যায়সা হ্যায়?

-----
মূল ফেবু পোস্ট
Share:

0 comments:

Post a Comment