February 27, 2022

প্রয়োজনীয় ৭টি ব্রাউজার এক্সটেনশন

 কয়েকটা ব্রাউজার এক্সটেনশন শেয়ার করি, অনেকের কাজে লাগতে পারে -

১. ভয়েস টাইপিং - এখানে মাইক ক্লিক করলে বা শর্টকাট বাটন প্রেস করলে ভয়েস টাইপিং শুরু হয়ে যাবে, এটা সম্ভবত ফায়ারফক্সে নাই - https://tinyurl.com/yckzkzf7
২. ওসিআর : ইমেজ রিডার - ব্রাউজারে দেখানো পিকচারের এরিয়া সিলেক্ট করলেই সেখান থেকে টেক্সট জেনারেট করে দিবে। এটা মেজর ৩ ব্রাউজারেরই আছে- https://add0n.com/ocr.html
(এগুলোতে প্রয়োজন অনুযায়ী ভাষা সেট করে নিয়েন। কই যেন দেখছিলাম, গুগল ডকে আর এই দুইটা এক্সটেনশনে একই ভয়েস/ওসিআর এপিআই ব্যবহার করা হইসে, এজন্য স্পিড আর একুরেসি অন্যগুলোর চেয়ে ভাল।)
৩. অটো-প্লে স্টপার - অনেক পেজে ঢুকলে হুটহাট ভিডিও প্লে হতে থাকে, এটা একে তো বিরক্তিকর, আবার লিমিটেড ইন্টারনেট ব্যবহারকারিদের জন্য সমস্যার। এক্ষেত্রে এই এডন্সটা খুব উপকারী - https://tinyurl.com/ytcadnts
৪. টিউনেবল ইমেজ ব্লকার - আপনি যত কেবি সেট করে রাখবেন সর্বোচ্চ ততটুকু পর্যন্ত পিকচার লোড হবে - চাইলে ফুল ইমেজও দেখতে পারবেন, সেক্ষেত্রে ctrl অথবা shift চেপে ধরে ইমেজের ওপর কার্সরটা নাড়াচাড়া করতে হবে। - এটাও ৩ ব্রাউজারেই চলবে। - https://tinyurl.com/2t8sf92t for ffox https://tinyurl.com/2xwmeey8
৫. গুগল ট্রান্সলেটর পপ-আপ ভিউ - ওয়েবপেজের কোনো লেখা সিলেক্ট করলে একটা আইকন দেখাবে, ওটায় ক্লিক করলে পপ-আপ উইন্ডোতে গুগল ট্রান্সলেটর ওপেন হয়ে অনুবাদ হয়ে যাবে- - এটাও ৩ ব্রাউজারেই আছে। - https://add0n.com/dictionary.html
৬. রোট্যাটি : ইমেজ রোটেটর - অনেকসময় পিকচার উল্টা বা একদিকে কাত হয়ে থাকে, এবং সেইটা লেখা পড়া লাগে বা স্ন্যাপ নেয়া লাগে। মোবাইলে ঘুরিয়ে পড়া ইজি হলেও পিসিতে একটু ঝামেলা হয়, এক্ষেত্রে এই এডন্সটা কাজে দিবে - https://tinyurl.com/mvkaxptt
৭. ভিউ ইমেজ - আগে গুগলে কোনো ইমেজ সার্চ করলে এখান থেকেই ইমেজ ডাউনলোড করা যেত। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধে এটা বন্ধ করে দিয়েছে। এই এক্সটেনশন ব্যবহার করলে গুগলে আবার ইমেজ ডাউনলোড করার অপশন দেখাবে। - https://tinyurl.com/5xvr9fz7
...
** Bonus ** বুকি - বুকমার্কার - এটা মেইনলি একটা ওয়েবসাইট। এদের ব্রাউজার এক্সটেনশনও আছে। এখানে ক্যাটাগরি ও সাব-ক্যাটাগরি অনুযায়ী বুকমার্ক সেভ করে রাখা যায়। ব্রাউজারে সব দরকারি জিনিস সেভ না করে এখানেও সাজিয়ে রাখতে পারেন। আর ইম্পোর্ট/এক্সপোর্ট অপশনও আছে - https://booky.io/
Share:

1 comment: