উইন্ডোজ ইউজারদের নতুন ড্রাইভার ইন্সটল করা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। ইচ্ছামত ড্রাইভার দেয়া যায়না। ইনকমপ্লিটেড ইন্সটলেশনের জন্য দেখা যায় প্রয়োজনের সময় ডিভাইস ঠিকমত পায় না। উইন্ডোজ ১০এ এসব কিছুটা কমলেও আসলে সমস্যাটা যায়নি। যাহোক, ড্রাইভার সিগনেচার ভেরিফিকেশন বন্ধ করলে আমরা যেকোনো ড্রাইভার সহজে ইন্সটল করতে পারব।
তাই আজ আমরা শিখব বর্তমানের উইন্ডোজ ১০, ১১ এবং অতীতের উইন্ডোজ এক্সপি, ভিসতা, ৭, ৮ এবং ৮.১ তে কিভাবে ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট / ভেরিফিকেশন বন্ধ করা যায়।
সাময়িকভাবে ড্রাইভার সিগনেচার ভেরিভাই বন্ধ করার নিয়ম-
উইন্ডোজ ৭এ - আপনার পিসি চালু/রিস্টার্ট হওয়ার সময় বারবার F8 চাপতে থাকুন, তাহলে কয়েকটা অপশন আসবে, সবার নিচে থাকবে Disable driver signature enforcement, সেটা সিলেক্ট করুন। এরপর পিসি চালু হবে, এখন যে ড্রাইভার ইন্সটল দিতে চান দিতে পারবেন।
উইন্ডোজ ১০ এ - Shift চেপে স্টার্ট মেনু থেকে পিসি রিস্টার্ট দিন। পিসির এডভান্স বুট মেনু চালু হবে। সেখানে অনেকগুলো অপশন পাবেন, ৭নাম্বারে থাকবে Disable driver signature enforcement, আমাদের এটাই দরকার। F7 চাপলে এটা সিলেক্ট হবে এবং পিসি রিস্টার্ট নিবে। এবার যেটা ইন্সটল করা দরকার করে ফেলুন।
এসব নিয়মে একবার পিসি বন্ধ করলে আবার ভেরিফিকেশন চালু হয়ে যাবে।
স্থায়ীভাবে ড্রাইভার সিগনেচার ভেরিভাই বন্ধ করার নিয়ম-
১. প্রথমে Command Promote ওপেন করতে হবে –
এজন্য উইন্ডোজ বাটন চেপে start মেনু বের করুন, এবং cmd লিখে সার্চ করুন, তাহলে Command Promote নামটি দেখা যাবে। এতে রাইট ক্লিক করে Run as Administrator করুন।
২. আপনার সামনে কমান্ড লেখার যায়গা কমান্ডলাইন ইন্টারফেস চালু হবে।
৩. এরপর উইন্ডোজ ৭, ৮, ৮.১ ইউজাররা নিচের কমান্ড দুইটি লিখুন বা কপিপেস্ট করুন, প্রতি লাইনের শেষে এন্টার চাপুন। (দুই লাইনে মোট দুইবার)
উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ ইউজাররা নিচের কমান্ডগুলো লিখুন এরপর এন্টার চাপুন।bcdedit.exe -set loadoptions DDISABLE_INTEGRITY_CHECKS
bcdedit.exe -set TESTSIGNING ON
bcdedit.exe /set nointegritychecks on
৪. স্ক্রিনে দেখাবে The operation completed successfully.
৫. এরপর কম্পিউটার রিস্টার্ট করুন। ঝামেলা শেষ।
0 comments:
Post a Comment