June 29, 2021

অনেক পুরাতন কিন্তু দারুণ কাজের Image Resizer (ইমেজ রিসাইজার) - মাত্র ১এমবি

 এটা শুরুতে উইন্ডোজ এক্সপির জন্য মাইক্রোসফটের নাম না জানা এক ইঞ্জিনিয়ার বানিয়েছিল। এরপর মাইক্রোসফট আর এটার আপডেট করেনি, অফিশিয়ালি প্রোমোটও করেনি। যেহেতু বিরাট সংখ্যক ইউজার এটা পছন্দ করতো, ফলে সবাই এর শূন্যতায় ভুগছিল। 

 

পরে Brice Lambson নামে এক প্রোগ্রামার এটাকে রিইনোভেট করে, ফলে এরপরের সকল উইন্ডোজে খুব ভালোভাবে চলতে থাকে। আর সে-ই ১২বছর এটার মেন্টেন্স করেছে, আপডেট এনেছে। আমি অনেক বছর যাবত তার ক্লোন করা শুরুর দিকের ২.১ ভার্শন ব্যবহার করেছি। অধিকাংশ ইউজারও এটাই করেন। পরে দেখলাম উনি ডিজাইন এবং ফাংশন কিছুটা আপডেট করেছেন, UI বানিয়েছেন উইন্ডোজ ১০এর মত।

যাহোক, পরিশেষে ২০১৯ সালে মাইক্রোসফট তার সাথে যোগাযোগ করে, এবং তার থেকে কোডগুলো নিয়ে PowerToys টুলবক্সের মধ্যে এটাকে একটা ফাংশন হিসেবে এড করে নেয়। এখন আপনি চাইলে মাইক্রোসফটের পুরা পাওয়ারটয়স ইউজ করতে পারেন, সাইজ ৪৫এমবি+। চাইলে ল্যাম্বসনের নতুন আপডেট ব্যবহার করতে পারেন, সাইজ মাত্র ১এমবি+
আর চাইলে সেই ঐতিহাসিক ২.১ সংস্করণটাও ব্যবহার করতে পারেন, সাইজ ৩৫২কেবি! 🙂

ব্যবহার: এই সফটওয়ারটা ইন্সটল দেয়ার পর আপনি যেকোনো পিকচারে রাইট ক্লিক করলে Resize Pictures অপশন পাবেন। সেটায় গেলেই কোনো প্রিসেট সাইজ, বা নিজের ইচ্ছামত ছোটবড় করার অপশন পাবেন। ইচ্ছেমত সাইজ লিখুন, এরপর এন্টার চাপুন। দেখবেন ওখানেই নতুন সাইজ করা ইমেজ চলে এসেছে। চাইলে কয়েকটা পিকচার একসাথে মার্ক করেও রিসাইজ করতে পারবেন। এখানে দেয়া দ্বিতীয় পিকচারটা এই সফটওয়ার দিয়েই রিসাইজ করা। এটা খুবই সিম্পল এবং লাইটওয়েট।

ডাউনলোড লিংক: 
Share:

0 comments:

Post a Comment