April 28, 2021

সাদামাটা চমৎকার একটি বুকমার্ক ম্যানেজার booky.io

কোনো সাইট ভালো বা গুরুত্বপূর্ণ মনে হলে নোট করে রাখার অভ্যাস আছে ছোট থেকেই। কিন্তু ব্রাউজারের বুকমার্কে বেশি সাইট জমালে গ্যাদারিং হয়ে যায়, পরে দরকারি জিনিস খুঁজে পাওয়া কঠিন হয়। পরে এর সমাধান খুঁজে পেলাম বুকমার্ক ম্যানেজার। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ ভাগ করে দরকারি সাইটগুলো সাজিয়ে রাখা যাবে।

যেমন- booky.io একটা চমৎকার ক্লাউড বেজড বুকমার্ক ম্যানেজার। বহু বহু সাইট দেখে অবশেষে এটা ভালো লেগেছে। 

 


ক্রোম ও এজের এক্সটেনশন আছে, আর ওয়েবসাইটের ইন্টারফেসও ভালো। আলাদা আলাদা কালেকশন পেজের অধীনে ক্যাটাগরি বানিয়ে ভাগ ভাগ করে রাখা যায়। মোবাইল + পিসি দুইটা থেকেই ইজিলি ব্যবহার করা যায়। আর এক্সপোর্ট - ইম্পোর্ট এর সুযোগও আছে, ফলে ব্রাউজারের বুকমার্কগুলোও এখানে নিতে পারবেন। সবমিলিয়ে অল্পের মধ্যে ভালোই।

উন্নত বুকমার্ক টেকিং সাইটগুলাতে আপনি চাইলে কোনো ওয়েবপেজের অংশ নোট করে বা স্ন্যাপশট তুলে রাখতে পারবেন, পুরা পেজ মিরর করে নির্দিষ্ট অংশ হাইলাইট করে রাখতে পারবেন। booky তে অতকিছু নেই। এটা সিম্পলি একটা নাম আর ডিটেলস লিখে প্রয়োজনীয় এড্রেস সেভ করে রাখার জন্য।

এছাড়া এরকম আরও কিছু সাইট আছে। যেমন ফায়ারফক্সের কোম্পানির getpocket.com অনেকে আবার ডিগোলেট diigo.com ব্যবহার করে, এটাও মোটামুটি ভালো। বিখ্যাত সাইট পিন্টারেস্ট-ও একধরনের বুকমার্ক ম্যানেজার। কিন্তু সেখানে অতিরিক্ত ফাংশন আর গুনাহের আসবাব বেশি থাকার কারণে ব্যবহার করিনা।

say Jazaakallahu Khairan

---

২৮-৪-২০২১ [সোর্স]

Share:

0 comments:

Post a Comment