ইদানীং কিছু এড দেখা যায় ফেসবুকে, এব্যাপারে সতর্ক থাকা কাম্য -
#**আনলিমিটেড গুগল ড্রাইভ স্পেস আজীবনের জন্য *** টাকায়।**
- এক্ষেত্রে তারা বাস্তবে আপনার ড্রাইভের স্পেস বাড়িয়ে দিবে না, আজীবন মেয়াদও দিবে না, ইভেন গুগল থেকেও এরকম বিশেষ কোন অফার দেয়া হয়নি।
.
তারা যে কাজটা করে, বেশ কিছু সাইটে ফ্রি শেয়ারড ড্রাইভ / টিম ড্রাইভ / স্টুডেন্ট ড্রাইভের একসেস পাওয়া যায়। আপনার মেইল ঠিকানা নিয়ে সেখানে একটা রিকুয়েস্ট দিবে। সেটা একসেপ্ট হলে, কিছুক্ষণ পর আপনার গুগল ড্রাইভে একটা এক্সট্রা অপশন আসবে। সেখানে ফাইল রাখা যাবে। এটা করতে কোনো টাকা লাগে না, ১-২মিনিটের কাজ।
.
খেয়াল করেন, যেহেতু শেয়ারড ড্রাইভ, সুতরাং প্যারেন্ট একাউন্ট থেকে আপনার ফাইলগুলো দেখা যাবে + চাইলে যেকোনো সময় আপনাকে কিক আউট করে দেয়া যাবে। আর এসবের বেশিরভাগই হয় স্টুডেন্ট ড্রাইভের একসেস, সুতরাং একাউন্টের মেয়াদ বিবেচনায় কয়েকবছর পর ড্রাইভ চলে যাবে, ফলে গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকলে সেগুলোও হারিয়ে যাবে।
সবচেয়ে বড় কথা হল, যেহেতু এটা লিগ্যাল কোনো ওয়ে না, সুতরাং নিশ্চিত থাকতে পারেন এটা সবসময় থাকবেও না।
.
সুতরাং, আর কেউ ধরা না খায় এজন্য সতর্ক করে দিচ্ছি।
আর যদি কারও সাময়িক প্রয়োজনে বড় ফাইল শেয়ার বা স্টোরের জন্য শেয়ারড ড্রাইভ একসেস লাগে, তাহলে কমেন্টে এক ভাই লিংক দিয়েছে দেখেন, সেখানে মেইল আর ক্যাপচা দিয়ে ফ্রিতেই রিকুয়েস্ট পাঠান। (http://td.fastio.me ekhon kaj kore na, google theke "shared drive generator" likhe new link khujte hobe) কিছুক্ষণ পর দেখবেন ড্রাইভ এড হয়ে গেছে।
উপকার পেলে "জাযাকাল্লাহু খাইরান" বলে দিলেই চলবে।।
----
0 comments:
Post a Comment