May 27, 2020

জিন-জাদুর সমস্যা হলে হীনমন্যতায় ভুগবেন না

হাদিসটি খেয়াল করুন -

 খালিদ ইবনু ওলীদ রা. রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমি ঘুমের মধ্যে ভয় পাই!!
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি এই দু‘আ পাঠ করঃ 
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
আমি আল্লাহ্‌র ক্রোধ ও আযাব হতে, তার বান্দাগণের উপদ্রব হতে, শয়তানের প্ররোচনা হতে এবং আমার নিকট শয়তানের আগমন হতে আল্লাহ্‌র পূর্ণ কলেমাসমূহের আশ্রয় প্রার্থনা করছি। (মুয়াত্তা মালিক)

---------
খেয়াল করেন ভাই, খালিদ ইবনু ওয়ালিদ রাযিল্লাহু আনহুর মত একজন বীর পুরুষ, তিনি অভিযোগ করছেন ভয় পাওয়ার ব্যাপারে!! এরপর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে শয়তানের ক্ষতি থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিলেন।
 আমরা কি শিখলাম এথেকে?

১. বাইরের দুনিয়ায় আপনি যেই হোন না যেন, স্প্রিচ্যুয়াল সেফটির জন্য আপনাকে অবশ্যই হিফাজতের আমল ও যিকরের প্রতি গুরুত্ব দেয়া উচিত।। 

২. কারও এসব সমস্যা হলেই তাচ্ছিল্য করবেন না খবরদার! পারলে আপনার সাধ্য অনুযায়ী হেল্প করুন। হতে পারে আল্লাহর কাছে আপনার চেয়ে সে অধিক প্রিয়, এই বিপদে তার গুনাহখাতা সাফ হয়ে গেছে, আর আখিরাতে আপনার জন্য সুপারিশ করবে।।

৩. জ্বিন-জাদুর সমস্যা যে কারও হতে পারে, এজন্য হীনমন্যতায় ভোগার কিছু নেই। এব্যাপারে নির্ভরযোগ্য কেউ যদি আপনাকে হেল্প করতে পারে, তবে তার সাথে আপনার সমস্যা শেয়ার করা উচিত।

----
Share:

0 comments:

Post a Comment