ফ্রন্টএন্ডে দর্শকরা দেখছে - "আমরা বিজ্ঞানে বিশ্বাসী, গবেষণা-অনুসন্ধানে যা পাই সেটা মানি।"
HTML সোর্সকোড চেক করে একটু ভেতরে পাওয়া গেল - "আমরা বিজ্ঞান-প্রযুক্তিতে অগ্রগামী দেশগুলোর অনুসরণ করি।"
এরপর সেখানে লিংক করা js, css ফাইলগুলো চেক করা হল, অর্থাৎ আরেকটু ভেতরে গিয়ে দেখা গেল - "আমরা আসলে পশ্চিমাদের অনুসরণ করে পুলক অনুভব করি।"
কিন্তু php তে বানানো সেই ফাইলে আরও গুরুত্বপূর্ণ কিছু কোড ছিল, শুধুমাত্র সিস্টেমের ত্রুটি সম্পর্কে বিজ্ঞ লোকেরাই এটা টের পেল, সেই লেখাগুলো হচ্ছে - "আমরা পুঁজিবাদের গোলাম এবং মূলতঃ আমরা আমেরিকার উপাসনা করি।"
0 comments:
Post a Comment