April 19, 2020

আনুগত্য ও অন্ধভক্তি

কিছু কিছু ভাই এখন সালাফি আকিদার কিছু ফেমাস লেখক - আলোচকদের বক্তব্য দলিল হিসেবে প্রচার করবে। 
তারা কাজটা এজন্য করবে না যে, তারা এই শাইখের আলোচনাটা কোরআন হাদীস এবং সালাফদের কওলের সাথে মিলিয়ে তাহকীক করে দেখেছে। বরং এটা শুধুমাত্র সেই শাইখের প্রতি অন্ধভক্তি কাজে লাগিয়ে তাদের আকিদা প্রচারের জন্য করবে।

ভাইরে ভাই, যার যেটা আকিদা সেটার পক্ষেই তো বলবে। অমুক আমেরিকান, সিরিয়ান, বাংলাদেশী শায়েখ সবাই নজদি ধারার লোক। শায়খ নজদির তাকফিরের উসুলকে সারাজীবন চোখ বুজে প্রচার করে এসেছে। উনারা এই প্রসঙ্গেও সালাফিদের মত কথা বলবে, এতে অবাক হওয়ার কি আছে, আর এত খুশি হওয়ারই বা কি আছে।

শোনেন, ইবনু তাইমিয়া রহ. এর ফাতওয়া হল - কেউ যদি নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে কারও সবকিছু মেনে নেয়া আবশ্যক মনে করে। তবে তাকে তাওবাহ করে ইমান নবায়ন করতে হবে। তাওবাহ না করলে তার জন্য মৃত্যুদণ্ড।

আমাদের প্রিয় লেখক-লেকচারারদের ব্যাপারে আমাদের আনুগত্য যেন এই লেভেলে চলে না যায়। সতর্ক থাকা উচিত।
Share:

0 comments:

Post a Comment