April 14, 2020

আসুন আকিদার কথা বলি

১। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহই মহাবিশ্বের নিয়ন্ত্রক। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর কৌশলই সবচেয়ে শ্রেষ্ঠ। 

২। আমরা আমাদের ঈমান নিয়ে কোন হীনমন্যতায় ভুগিনা, মুমিনদের চেয়ে ইহুদি-খ্রিষ্টানদের শ্রেষ্ঠ মনে করিনা। মুমিনদের সফলতাকে ইহুদি-খ্রিষ্টানদের ষড়যন্ত্র মনে করিনা।

৩। আমরা দুনিয়ার চাকচিক্য দেখে পশ্চিমাদের অপরাজেয় মনে করি না। আমরা আব্বাসী যুগের সেই লোকদের মত নই, যারা বলত -
"কেউ যদি বলে তাতারীরা হেরে গেছে, তবে তোমরা বিশ্বাস করো না।"

৪। আমরা বিশ্বাস করি ইহুদিরা অভিশপ্ত আর খ্রিষ্টানরা পথভ্রষ্ট। 
ইহুদিরা ভিরু কাপুরুষ জাতি, চিরকাল এরা গোলামি করে এসেছে, অন্যের ছায়ায় বাচতে চেয়েছে। খ্রিষ্টানরা বিভ্রান্ত ও প্রবৃত্তিপুজারি জাতি। 
আর ইহুদি-খ্রিস্টানদের সব চক্রান্ত আল্লাহর বান্দাদের কাছে মাকড়সার জালের মতই দুর্বল।

৫। আমরা বিশ্বাস করি আল্লাহর দলই বিজয়ি হবে। মুমিনরাই বিজয়ী হবে।

-----
মোরাল:
* আমরা বেদ্বীন আর কাফিরদের গল্প শুনে দাজ্জালকে - দাজ্জালের অনুসারীদেরকে আল্লাহ বাহিনীর চেয়ে শক্তিশালী মনে করব না।
* আমরা বেগুনের বিচি কিংবা পচা আলুর মধ্যে ইলুমিনাতির সাইন খুজে বেড়াবো না, জাহিলিয়্যাতের মত সবকিছু নিয়ে অহেতুক মাতম করব না।
* আমরা নিজেদের সুরক্ষার জন্য আত্মিক এবং বস্তুর সুরক্ষা গ্রহণ করব। আসন্ন মহাপ্রলয়ের সার্বিক প্রস্তুতি গ্রহণ করব। যেন দর্শক না হয়ে খেলোয়াড় হতে পারি।
* আমরা উড়ো গল্পে বশীভূত হব না, কম সে কম নামাজের তাকবিরে তাহরীমা "আল্লাহু আকবার" (আল্লাহ সবচেয়ে বড়) এর ওপর ঈমান ঠিক করব, এতেই অনেক মাসয়ালা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
* আর ঈমানের ভিত্তিতে এক থাকব, ফুরুঈ ইখতিলাফের জন্য বিচ্ছিন্ন হব না।
.... 
আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন।

---
Share:

0 comments:

Post a Comment