একটা কথা প্রায় ৫-৬ বছর আগে থেকেই ভাইদের আড্ডায় আলোচনা করে আসছি।
.
কিছু মানুষের কর্ম তৎপরতা দেখে মনে হয়, তারা "এলিট ইসলাম" টাইপের কিছু প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ইসলামিজমের কমার্শিয়াল এই ভার্শনে ট্রান্সলেটেড কিছু টেক্সট আর ইংলিশ লেকচার ছাড়া আমাদের মুরব্বি উস্তায - ফুকাহা এবং এই বাররে সগীরের দ্বীনি ইলমের খাজানা গুরুত্বহীন।
আশেপাশের কোন আলেম কিংবা এই অঞ্চলের অধিবাসী সালাফের উদাহরণ টানলে এসব ভাইদের কপালে কেমন যেন তাচ্ছিল্যের ভাজ দেখা যায়।
.
ওয়াল্লাহি, স্রোতের টানে আমরা অনেক কল্যাণকে পিছে ফেলে আসছি, কুড়িয়ে নেয়ার যতটুকু সুযোগ আছে শিঘ্রই কাজে লাগাই। নইলে পরে আফসোস ছাড়া করার কিছু থাকবে না।
0 comments:
Post a Comment