#উপহাস
ফেসবুকীয় ভাইদের আরও একটা উসুল হল-
কোন ব্যক্তি কথার মধ্যে ইনশাআল্লাহ, মাশা-আল্লাহ, ওয়াল্লাহি বলে; এর অর্থ হল লোকটি 'দ্বীনি™ ভাই' নামক অমোচনীয় স্থায়ী সার্টিফিকেট পেয়ে গেছে।
এখন যত আকাম-কুকামই করুক, সব হালাল(1)।
কথিত রাক্বিদের ব্যাপারেও একই কাহিনি। কেউ একজন কিছুদিন ভালোভাবে রুকইয়া করেছে, এর মানে হক™ এবং ছহিহ™ এর সার্টিফিকেট পেয়ে গেছে। এরপর গাইরে মাহরাম মহিলার বাবার সামনে মহিলাকে স্পর্শ করুক, গাইরে মাহরামকে থাপ্পড় মারুক, আর তাবিজই লেখুক না কেন- এই সার্টিফিকেটের মেয়াদ আর উত্তির্ন হবার নয়।
ভাইদের উসুল অনুযায়ী এরা উভয়ে চিরকাল দ্বীনি™ আর সহিহ™ থেকে যাবে।
_
ওকে।
ফেসবুকীয় ভাইদের আরও একটা উসুল হল-
কোন ব্যক্তি কথার মধ্যে ইনশাআল্লাহ, মাশা-আল্লাহ, ওয়াল্লাহি বলে; এর অর্থ হল লোকটি 'দ্বীনি™ ভাই' নামক অমোচনীয় স্থায়ী সার্টিফিকেট পেয়ে গেছে।
এখন যত আকাম-কুকামই করুক, সব হালাল(1)।
কথিত রাক্বিদের ব্যাপারেও একই কাহিনি। কেউ একজন কিছুদিন ভালোভাবে রুকইয়া করেছে, এর মানে হক™ এবং ছহিহ™ এর সার্টিফিকেট পেয়ে গেছে। এরপর গাইরে মাহরাম মহিলার বাবার সামনে মহিলাকে স্পর্শ করুক, গাইরে মাহরামকে থাপ্পড় মারুক, আর তাবিজই লেখুক না কেন- এই সার্টিফিকেটের মেয়াদ আর উত্তির্ন হবার নয়।
ভাইদের উসুল অনুযায়ী এরা উভয়ে চিরকাল দ্বীনি™ আর সহিহ™ থেকে যাবে।
_
ওকে।
0 comments:
Post a Comment