[১]
শোনা যায়, নতুন বউ যদি দেখতে একটু কম সুন্দর হয়, তাইলে নাকি এই চিন্তায় এলাকার ভাবি-চাচি বা*ছালদের রাতের ঘুম হারাম হয়ে যায়। যদিও এতে জামাইয়ের কোন সমস্যা নাই।
হাইস্যকর।
[২]
অধিকাংশ বাঙালি মা-ই নাকি মনে থেকে চায় না, তার ছেলে কোনদিন বিয়ে করুক। মানে পুত্রের জীবনে আরেকটা নারী আসবে এইটা উনারা ইজিলি নিতেই পারেন না। তা জনাবা! আপনারা কি শশুরবাড়িতেই জন্ম নিয়েছেন? নাকি মাটি ফুঁড়ে বেরিয়েছেন?!
অতিরিক্ত হাইস্যকর।।
[৩]
অধিকাংশ দ্বীনি ফেসগুলা শুধু নামেই 'দ্বীনি xyz"। সত্যি কথা হইলো, দ্বীনের জন্য সময়কে - সমাজকে চ্যালেঞ্জ করার পৌরুষ খুব কম জনেরই আছে। আমরা নাকি মিল্লাতে ইবরাহিমের ওপরে আছি।
হাইস্যকর স্কয়ার।।।
[৪]
আমাদের সোসাইটিতে বিয়ে নিয়ে যে পরিমাণ অপসংস্কৃতি আর কুসংস্কার ছড়ায়া আছে, যদি ১০০টা বিয়া করার নিয়ম থাকতো, আর প্রতিবার ১০০টা কইরা কুসংস্কার ভাইংগা দেখাইতাম। এরপরেও সম্ভবত কিছু কুসংস্কার অধরাই থেকে যেত..। কম দুঃখে ঘোড়ার ডিমের বাঙালিধর্ম অস্বীকার করি?
শোনা যায়, নতুন বউ যদি দেখতে একটু কম সুন্দর হয়, তাইলে নাকি এই চিন্তায় এলাকার ভাবি-চাচি বা*ছালদের রাতের ঘুম হারাম হয়ে যায়। যদিও এতে জামাইয়ের কোন সমস্যা নাই।
হাইস্যকর।
[২]
অধিকাংশ বাঙালি মা-ই নাকি মনে থেকে চায় না, তার ছেলে কোনদিন বিয়ে করুক। মানে পুত্রের জীবনে আরেকটা নারী আসবে এইটা উনারা ইজিলি নিতেই পারেন না। তা জনাবা! আপনারা কি শশুরবাড়িতেই জন্ম নিয়েছেন? নাকি মাটি ফুঁড়ে বেরিয়েছেন?!
অতিরিক্ত হাইস্যকর।।
[৩]
অধিকাংশ দ্বীনি ফেসগুলা শুধু নামেই 'দ্বীনি xyz"। সত্যি কথা হইলো, দ্বীনের জন্য সময়কে - সমাজকে চ্যালেঞ্জ করার পৌরুষ খুব কম জনেরই আছে। আমরা নাকি মিল্লাতে ইবরাহিমের ওপরে আছি।
হাইস্যকর স্কয়ার।।।
[৪]
আমাদের সোসাইটিতে বিয়ে নিয়ে যে পরিমাণ অপসংস্কৃতি আর কুসংস্কার ছড়ায়া আছে, যদি ১০০টা বিয়া করার নিয়ম থাকতো, আর প্রতিবার ১০০টা কইরা কুসংস্কার ভাইংগা দেখাইতাম। এরপরেও সম্ভবত কিছু কুসংস্কার অধরাই থেকে যেত..। কম দুঃখে ঘোড়ার ডিমের বাঙালিধর্ম অস্বীকার করি?
0 comments:
Post a Comment