June 20, 2018

ফেসবুকের বিরক্তিকর ট্রেন্ড থেকে বাচার উপায়...

ফেসবুকে বিভিন্ন অহেতুক বিষয় নিয়ে অসুস্থ লোকদের পোস্ট দেখে দেখে যারা অতিষ্ঠ হয়ে গেছেন, ক্রীড়া বা বিনোদন বিশ্লেষকদের আনফ্রেন্ড করতে করতে যারা হাঁপিয়ে গেছেন, তাদের জন্য বহুত উপকারী একটি ঔষধ।



ব্রাউজার এক্সটেনশনঃ Social Fixer
ডাউনলোড লিংকঃ https://socialfixer.com/download.html
ব্যবহারবিধিঃ options > hide posts > এখানে ফিল্টারগুলা দিবেন প্রতি লাইনে একটা করে। এরপর সেভ করে রিফ্রেশ করুন।
আরও সহজে বুঝতে উপরের স্ক্রিনশট দেখুন।

এক্সট্রা টিপসঃ মোবাইল ইউজারদের ক্ষেত্রে করণীয় হচ্ছে, এই টপিকের পোস্ট সামনে আসলে বারবার Hide post দিতে হবে। তাহলে আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ।

peace!

--------
Share:

0 comments:

Post a Comment