অন্যের জীবনে অবদান রাখতে পারার একটা স্বাদ আছে। এই স্বাদটা কেউ একবার পেলে সহজে ভুলতে পারেনা।
আচ্ছা এটা কিন্তু নতুন বর্ষের কোন পোস্ট না.. এমনিই রোজনামচা আরকি।
বলছিলাম কন্ট্রিবিউটের কথা, ব্যাপারটা এরকম না যে, কেউ দান করলে বা কাউকে সহায়তা করলেই এর স্বাদ পাবে। যেমন, নামাজ তো আমরা কতই পড়ি... সাহাবা রাযিয়াল্লাহু আনহুম নামাজের যে স্বাদ পেতেন সেটা কি পেয়েছি?
এই স্বাদ পাওয়ার প্রথম শর্ত হচ্ছে, প্রতিদানে কিছু আশা করা যাবে না। আল্লাহর সন্তুষ্টি চাইবেন, সেটা তো অবশ্যই। যাকে সহায়তা করছেন, তাঁর থেকে কোন ফায়দার আশা রাখা যাবে না। হ্যাঁ! বন্ধু হিসেবে, সহযাত্রী হিসেবে কিংবা সঙ্গী হিসেবে বা অন্য যেকোন সম্পর্কের সূত্রে একে অপরের দ্বারা উপকৃত হতেই পারেন, কিন্তু আপনি যে বিশেষভাবে আপলিফট (uplift) করছেন, এটা না কাউকে বলবেন, আর না এর বিনিময় পাওয়ার ইচ্ছা রাখবেন।
দ্বিতীয়তঃ ক্ষণস্থায়ী সাহায্যের চেয়ে দীর্ঘস্থায়ী উপকারকে প্রাধান্য দেয়া। ওই যে প্রবাদ আছে না? কাউকে আপনি একটা মাছ দিলেন, অর্থাৎ আপনি তাকে এক বেলা বা একদিন খাওয়ালেন। আর আপনি যদি কাউকে মাছ ধরা শিখান, তবে আপনি তাকে সারা জীবন খাওয়ালেন। সুতরাং এমন কিছু করার চেষ্টা করুন, যা অন্যের সামগ্রিক জীবনের ওপর অবদান রাখবে। স্বাদ পাবেন...
তৃতীয়তঃ তাঁর জন্য আল্লাহর কাছে দোয়া করা। এটা ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই।
আচ্ছা এটা কিন্তু নতুন বর্ষের কোন পোস্ট না.. এমনিই রোজনামচা আরকি।
বলছিলাম কন্ট্রিবিউটের কথা, ব্যাপারটা এরকম না যে, কেউ দান করলে বা কাউকে সহায়তা করলেই এর স্বাদ পাবে। যেমন, নামাজ তো আমরা কতই পড়ি... সাহাবা রাযিয়াল্লাহু আনহুম নামাজের যে স্বাদ পেতেন সেটা কি পেয়েছি?
এই স্বাদ পাওয়ার প্রথম শর্ত হচ্ছে, প্রতিদানে কিছু আশা করা যাবে না। আল্লাহর সন্তুষ্টি চাইবেন, সেটা তো অবশ্যই। যাকে সহায়তা করছেন, তাঁর থেকে কোন ফায়দার আশা রাখা যাবে না। হ্যাঁ! বন্ধু হিসেবে, সহযাত্রী হিসেবে কিংবা সঙ্গী হিসেবে বা অন্য যেকোন সম্পর্কের সূত্রে একে অপরের দ্বারা উপকৃত হতেই পারেন, কিন্তু আপনি যে বিশেষভাবে আপলিফট (uplift) করছেন, এটা না কাউকে বলবেন, আর না এর বিনিময় পাওয়ার ইচ্ছা রাখবেন।
দ্বিতীয়তঃ ক্ষণস্থায়ী সাহায্যের চেয়ে দীর্ঘস্থায়ী উপকারকে প্রাধান্য দেয়া। ওই যে প্রবাদ আছে না? কাউকে আপনি একটা মাছ দিলেন, অর্থাৎ আপনি তাকে এক বেলা বা একদিন খাওয়ালেন। আর আপনি যদি কাউকে মাছ ধরা শিখান, তবে আপনি তাকে সারা জীবন খাওয়ালেন। সুতরাং এমন কিছু করার চেষ্টা করুন, যা অন্যের সামগ্রিক জীবনের ওপর অবদান রাখবে। স্বাদ পাবেন...
তৃতীয়তঃ তাঁর জন্য আল্লাহর কাছে দোয়া করা। এটা ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই।
---
0 comments:
Post a Comment