রুকইয়াহর সুন্নাহসম্মত পদ্ধতি সমূহঃ
১. (দোয়া/কোরআনের আয়াত) শুধুমাত্র তিলাওয়াত করা
২. মাথায় অথবা ব্যথার যায়গায় হাত রেখে তিলাওয়াত করা
৩. তিলাওয়াত করার পর ফুঁ দেয়া
৪. তিলাওয়াত করার পর থুতু দেয়া, হাতে থুতু নিয়ে আক্রান্ত স্থানে লাগানো
৫. ঔষধ, পানি, তেল ইত্যাদির ওপর ফুঁ দেয়া এবং সেটা ব্যবহার করা
রুকইয়াহ সাপ্লিমেন্টারি (Ruqyah’s supplementary)
(যেসব জিনিশ রুকইয়া দ্বারা উপশম পেতে সহায়ক ভূমিকা পালন করে)
১. রুকইয়ার অডিও (তবে সতর্ক থাকা, এটাকেই যেন রুকইয়ার সব মনে না করা হয়)
২. রুকইয়ার গোসল
৩. রুকইয়ার পানি
৪. হিজামা থেরাপি
৫. সাদকাহ করা
৬. মধু
৭. কালোজিরা
৮. অলিভ অয়েল (সম্ভব হলে ফিলিস্তিনি)
৯. খেজুর (সম্ভব হলে মদিনার আজওয়া খেজুর)
১০. জমজমের পানি
১১. বড়ই পাতা
১২. সোনাপাতা / রেচক তরল
১৩. (ভারতীয়/সামুদ্রিক) কস্টাস
১৪. Tuffle * (কন্দকজাতীয় ছত্রাক)
১৫. বাথ সল্ট *
১৬. Asafoetida * হিং
১৭. Rhubarb * (রেউচিনি)
* এই জিনিশগুলা কেমন জানা নাই
kun ayat telawat korte hobe?
ReplyDeleteরুকইয়ার আয়াত এখানে পাবেন https://ruqyahbd.org/pdf
ReplyDelete