- উম্মে আব্দুল্লাহ
--------
আজকাল পর্দা নিয়ে কিছু বোনের উদাসীনতা খুব পীড়া দিচ্ছে। সেদিন কথা হচ্ছিলো এক বোনের সাথে। উনি বললেন আমি জানি মেয়েদের মুখ পবিত্র তাই মুখ ঢাকার প্রয়োজন নেই।
কথাটা শুনে বেশ অবাক হলাম।
.
আমার পরিচিতা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। কুর'আনও পড়ে। এগুলা ছাড়াও ইসলামের অন্য হুকুম আহকাম ও মানে/ মানার চেষ্টা করে। কিন্তু পর্দার ব্যাপারে বড়ই উদাসীন। এমনকি সামাজিক মাধ্যমে ছবিও চোখে পড়ে তার। তো সেদিন কথা হচ্ছিলো পর্দা নিয়ে। বললাম এত কিছু বুঝিস তবুও পর্দার ব্যাপারে এত উদাসীন কেন??
উত্তর আসলো এই বয়সে এমন হয়। এই বয়সেই তো একটু আনন্দ ফুর্তি করবো। আর একটু বয়স হোক তখন পর্দা করবো। আমি বললাম ওই বয়স পর্যন্ত যে তুই যেতে পারবি এমন তো গ্যারান্টি নেই। সময়টা যে এখনই শেষ না তাই বা কে বলতে পারে!!
.
কয়েক মাস আগের কথা...
এক ছোট আপুকে দেখতাম বাইরে গেলে হিজাব করে। পরে আস্তে আস্তে ওর পরিবর্তন চোখে পড়লো। কারন ছিলো বাবা-মার মাত্রাতিরিক্ত ভালোবাসা। মেয়ের গরমে কষ্ট হবে তাই নিষেধ করেছেন।
.
প্রথম যখন মেয়েটাকে দেখেছিলাম তখন হিজাব পরতো। বেশ কয়েকমাস পর খেয়াল করলাম আমূল পরিবর্তন। পরে শুনলাম ওর বর চায় ও এমনভাবেই থাকুক... তাই নিজেই বউয়ের জন্য সাজগোজের জিনিসপত্র কিনে আনে। আর বউ বেচারি সেগুলার সদ্ব্যবহার করে....
.
এই ঘটনাগুলো আমাদের খুবই পরিচিত... প্রতিনিয়ত এমন ঘটনার সম্মুখীন হচ্ছি। আমার এই পোষ্টটা বাবা মা পর্যন্ত পৌঁছাবেনা। তাই আপু আপনাকেই বলছি..
যে বাবা মা আপনার গরম লাগবে, কষ্ট হবে ভেবে আপনাকে হিজাব ছাড়তে বলছেন। শুধুমাত্র আপনার সুখের জন্য যে বাবা মা শত কষ্ট সহ্য করছেন। আপনার স্বামী যিনি আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রসাধনীর ব্যবস্থা করা ছাড়াও আপনার জরুরত পুরন করছেন।
আপনি কি করে তাদের চিরস্থায়ী কষ্টের কারন হবেন??
.
আল্লাহ্ রব্বুল আ'লামীন যে ৩ শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করেছেন তারমধ্যে এক শ্রেণী হলো দাইয়ুস .. দাইয়ুস হচ্ছে তারা যারা অধীনস্থ মেয়েদের পর্দায় রাখে না।
তাহলে বুঝতে পারছেন তো আপনার তথাকথিত স্বাধীনতা আপনার প্রিয়মানুষটাকে কত ভয়ংকর পরিনতির দিকে ঠেলে দিচ্ছে??
যার জন্য আপনি জীবন পর্যন্ত দিতে প্রস্তুত তাকে চিরস্থায়ী আযাবের দিকে ঠেলে দিচ্ছেন!!
নিজেকে পর্দার মধ্যে রাখার জন্য এই একটা কারনই কি যথেষ্ট নয়??
.
তাছাড়া পর্দা তো মেয়েদের জন্য ফরজ।
আর ফরজ না পালন করলে যে কি ধরনের শাস্তি হতে পারে তা তো নিশ্চই আপনার অজানা নয়। ঠিক একইভাবে তা পালনে যে আপনার জন্য কত পুরস্কার অপেক্ষা করছে তা বলে শেষ করার মত নয়। আর আল্লাহ সুবহানু তা'আলা মেয়েদের যে সম্মান দিয়েছেন তা রক্ষা করার অন্যতম-পর্দা।
অনেক আপু পর্দা নিয়ে অনেক এক্সকিউজ দেখান। তাদের জন্য বলছি রাব্বে রহীম তাঁর বান্দা-বান্দীর উপর জোর করে এমন কিছু চাপিয়ে দেন না যা তার জন্য মঙ্গলকর নয়.....
সুতরাং আসুন তথাকথিত স্বাধীনতা ত্যাগ করে নিজেকে পর্দায় আবৃত করি এবং নিজেকে ও পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করি....
0 comments:
Post a Comment