September 8, 2017

ইউটিউব এবং ফেসবুকের ভিডিও ডাউনলোড করার সবচেয়ে ইজি ট্রিক


কোন প্রকার সফটওয়্যার বা অ্যাড-অন্স ছাড়াই ইউটিউব বা ফেসবুক ভিডিও ডাউনলোড করার সবচেয়ে ইজি ট্রিক!!
চলুন বিসমিল্লাহ বলেন শুরু করা যাকঃ

অস্থায়ী পদ্ধতি - (শুধু ইউটিউবের জন্য)


ভিডিও ডাউনলোড করবেন যেভাবে
১. যেকোনো ইউটিউব ভিডিওতে যান। যেমন- https://www.youtube.com/watch?v=Ev60qSugiBM
২. এবার youtube.com এর আগে ss অথবা 10 যুক্ত করে এন্টার প্রেস করুন
৩. আপনি বেশ কিছু ডাউনলোড অপশন পেয়ে যাবেন
*এছাড়া আপনি ইউটিউব/ফেসবুকের লিংক কপি করে http://keepvid.com অথবা http://savefrom.net এ পেস্ট করার মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারেন।

অডিও ডাউনলোড করবেন যেভাবেঃ (ইদানীং এটা সমস্যা করছে)
১. যেকোনো ইউটিউব ভিডিওতে যান। যেমন- https://www.youtube.com/watch?v=Ev60qSugiBM
২. এবার youtube এর পরে inmp3 যোগ করে এন্টার প্রেস করুন
৩. আপনি mp3 ডাউনলোড অপশন পেয়ে যাবেন
*এছাড়া আপনি লিংক কপি করে http://youtube-mp3.org , http://mp3fiber.com অথবা http://2conv.com এ পেস্ট করার মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারেন।

স্থায়ী এবং ইউনিক পদ্ধতি -

 ১। নিচের যেকোনো একটি জাভাস্ক্রিপ্ট কপি করুন
স্ক্রিপ্ট-১
javascript:location.href='http://en.savefrom.net/#url='+location.href;
স্ক্রিপ্ট-২
javascript:location.href='http://keepvid.com/?url='+location.href;

কারো এখান থেকে কপি করতে সমস্যা হলে পেষ্ট ই-বিন থেকে কপি করে নিনঃ

স্ক্রিপ্ট-১:  http://pastebin.com/WwhKjbXp
স্ক্রিপ্ট-২:  https://pastebin.com/An6X3MLm

২। আপনার ব্রাউজারটি ওপেন করুন
৩। এবার একটি বুকমার্ক তৈরি করুন, পিসি ইউজাররা চাইলে বুকমার্ক টুলবারে বুকমার্ক করতে পারেন

৪। ইচ্ছেমত নাম দিন এবং লোকেশন/এড্রেসের জায়গায় উপরের কোডটি হুবহু দিন।
৫। এটিকে সেভ করুন।
----------
বিকল্প সহজ পদ্ধতি- নিচের কোন একটি লিংক ড্রাগ করে নিয়ে, আপনার বুকমার্ক টুলবারে ছেড়ে দিন।
a. Download Video
b. Download Video
----------
৬। এবার যেকোনো ইউটিউব ভিডিওতে যান, কিছুক্ষন পুর্বে তৈরি করা বুকমার্ক / স্পিড ডায়ালে ক্লিক করুন

৭। ব্যাস! আপনি এখন অনেকগুলো ডাউলোড অপশন পেয়ে যাবেন।

এই সিস্টেমে আপনি ফেসবুক - ইউটিউবসহ নিম্নোক্ত সাইটগুলোর অডিও/ভিডিও ডাউনলোড করতে পারবেন:
  • facebook.com
  • youtube.com
  • soundcloud.com
  • dailymotion.com
  • vimeo.com
  • sevenload.com
  • mail.ru
  • smotri.com
  • yandex.video
  • tvigle.ru
  • sendspace.com
  • livejournal.com
  • vk.com
  • odnoklassniki.ru
  • break.com
  • liveinternet.ru
  • veojam.com
  • 1tv.ru
  • rutv.ru
  • ntv.ru
  • vesti.ru
  • mreporter.ru
  • autoplustv.ru
  • russiaru.net
  • a1tv.ru

আজ এপর্যন্তই, আল্লাহ হাফেজ

--------------
লেখাটির কিছু অংশ এর আগে Hacker University-তে শেয়ার করা হয়েছে
Share:

4 comments:

  1. যাজাকাল্লাহ খইর।

    ReplyDelete
    Replies
    1. ওয়া আনতুম ফাজাযাকাল্লাহু খইর

      Delete
  2. আচ্ছা,পিসি ব্রাউজার থেকে ইউটিউব ডিসেবল বা ব্লক করব কিভাবে?

    ReplyDelete