মাজার পুজারীগং কি হানাফী?
---
কিছু ভাই মুর্খের মত যুক্তি দিয়ে থাকে যে, "আহলে শিন্নি, বেরেলভীরা বিদআত করে, আবার তারা হানাফী অতএব হানাফীরা বেদআতী!" কিংবা "বেদআতীরা হানাফী"
জাহাজ পানিতে চলে, মাছও পানিতে চলে। অতএব, জাহাজ = মাছ 😊
গরু পানি খায়, মানুষও পানি খায়। অতএব, মানুষ = গরু 😊
নাইস ইকুয়েশন তাইনা?
আসল বাস্তবতাকে জানতে চলুন ঘটনার গভীরে! ;)
প্রথমতঃ ইতিহাস সাক্ষী যে, লা-মাযহাবী ও বেরেলভীদের উৎপত্তি একই উদ্দেশ্যে বৃটিশদের হাতে বৃটিশ আমলে।
দ্বিতীয়তঃ শিন্নি ওয়ালারা নিজেদের হানাফী দাবী করলেও বিতর্কিত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্ত আহলে মাজার আর আহলে হদসগং একই সঙ্গমে* মিলিত হয়েছে।
(*ইহা মতিউর মাদানির থেকে শেখা ভাষা, অতএব লেখক দায়ী নহে)
খেয়াল করুন, আপনি যদি বেদাতীদের জিজ্ঞেস করেন করেন নামাজের অমুক মাসায়েল কোথায় আছে? তারা বলবে হেদায়াহতে আছে, কানযুদদাকায়েকএ, ফাতওয়ায়ে শামীতে আছে, রোজার কথা জিজ্ঞেস করুন একই হিসাব, হজ্জ-যাকাতের কথা জিজ্ঞেস করলেও কাহিনী একই।
কিন্তু যখনই আপনি বলবেন এই মিলাদ-ক্বিয়াম কই পাইছো? বলবে হাদীসে আছে! বলবেন শিন্নি খাওয়া পাইছো কই বলবে, হাদীসে আছে! 😋 মাজারের কাছে গিয়া নাচানাচি করে গান বাজনা করা পাইছো কই? আমি ১০০% গ্যারেন্টি দিয়ে বলছি তখন তারা আর হেদায়া, কানয, শামী এসবের কথা বলবে না বরং এসব ক্ষেত্রে ফতওয়ার গুল্লি মারি! এখন খালি কোরান আর হাদীস মানি!😎
কি বুঝলেন?!!
বুঝা গেল, তারা কোন কোন সময় হানাফি থাকলেও শিরক-বিদআত করার সময় আহলে হাদিস হয়ে যায়!!
0 comments:
Post a Comment