এই প্রবন্ধের শুরুতে কিছু সচিত্র পিডিএফ গাইডের লিংক দেয়া হচ্ছে, যা সৌদি আরবের 'হজ ও উমরা মন্ত্রণালয়' থেকে প্রকাশিত। এসব মূলত উনাদের ওয়েবসাইটের আরবি গাইডগুলোরই অনুবাদ। স্বাভাবিকভাবে বাংলা গাইডগুলো সহজে খুঁজে পাওয়া যায় না, এই কারণে আমরা খুঁজে খুঁজে একত্রে সংকলন করলাম। আশা করি এটা আপনাদের জন্য উপকারী হবে।
এবং প্রবন্ধের শেষদিকে প্রাসঙ্গিক কিছু বইয়ের লিংক দেয়া থাকবে, এসব আপনার নিকটস্থ ইসলামী বইয়ের দোকান অথবা রকমারি.কম থেকেও ক্রয় করতে পারবেন, কুরিয়ার/ডেলিভারি সার্ভিসের মাধ্যমে ওরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে।
হজ্জ ও ওমরাহ বিষয়ে ফ্রি পিডিএফ ই-বুক ডাউনলোড
লক্ষণীয়ঃ নিচে উল্লেখিত সরকারি গাইডগুলোর কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে বা খটকা লাগে, তাহলে অভিজ্ঞ আলেম বা মুফতি সাহেবদের সহায়তা নিলে ভালো হবে। অথবা দ্বিতীয় সেকশনের বইগুলোও দেখতে পারেন।
১. সংক্ষিপ্ত ওমরাহ গাইড - ডাউনলোড
২. ইহরাম নির্দেশিকা - ডাউনলোড
৩. মসজিদুল হারাম গাইড - ডাউনলোড
৪. মসজিদে নববী গাইড - ডাউনলোড
৫. মসজিদে নববীর সেবাগুলো - ডাউনলোড
৬. মক্কার নিকটের দর্শনীয় স্থান - ডাউনলোড
৭. মদিনার নিকটের দর্শনীয় স্থান - ডাউনলোড
--
৮. হজ্জ ও ওমরার সফরে স্বাস্থ্যবিধি - ডাউনলোড
--
১১. আরাফার ময়দান সংক্রান্ত - ডাউনলোড
১২. মিনা বিষয়ক - ডাউনলোড
১৩. মুযদালিফা বিষয়ক - ডাউনলোড
১৪. জামারায় পাথর নিক্ষেপ সংক্রান্ত - ডাউনলোড
১৫. হজ্জের কোরবানী বিষয়ক গাইড - ডাউনলোড
১৬. হজ ও ওমরাহ সহায়িকা (বাংলাদেশ গভঃএর) - ডাউনলোড
---
ওপরের লিংকগুলো কাজ না করলে - বিকল্প গুগল ড্রাইভ লিংক
হজ্জ ও ওমরাহ বিষয়ক বই কিনতে চাইলে
১. মুফতি মুহাম্মাদ খাইরুল্লাহএর লেখা 'মাসায়িলে হজ ও উমরাহ' বইটা বিস্তারিত মাসায়েল জানতে উপকারী মনে হয়েছে। - বইটা কিনতে এখানে ক্লিক করুন - এই বইটারই সংক্ষিপ্ত সংস্করণ আছে এখানে।
২. শায়খ আহমাদুল্লাহ (হাফি.)এর লেখা 'উমরাহ কিভাবে করবেন' ছোট্ট বইটাও দেখতে পারেন। - রকমারির লিংক।
৩. সিয়ান পাবলিকেশন্স থেকে 'হজ-উমরাহ বিশ্বকোষ' একটা সচিত্র গাইড বের করেছে উন্নতমানের গ্লসি পেপারে। সেটা এইখানে কিনতে পারবেন।
৪. মাওলানা আবু তাহের মিসবাহ (দামাত বারাকাতুহু) হুজুরের দুইটা সফরনামা অনেকের জন্য উপকারী হয়েছে। বাইতুল্লাহর মুসাফির এবং বাইতুল্লাহর ছায়ায় এগুলোও দেখতে পারেন।
৫. এছাড়া হজ্জ, ওমরাহ এবং কোরবানী বিষয়ক অন্যান্য বইও দেখতে পারেন এখানে ক্লিক করে।
-
তবে লিস্টের বাইরে অপরিচিত কারও মাসায়েল বিষয়ক বই পড়ার আগে নির্ভরযোগ্য কোনো আলেমের মতামত জেনে নেয়া ভালো হবে।
লেখাটি উপকারী মনে হলে অন্যদের সাথেও শেয়ার করুন।
short link - https://cutt.ly/umrah-books

0 comments:
Post a Comment