August 6, 2024

স্বৈরাচার পতন-পরবর্তী সময়ে শরিয়া শাসন বিষয়ক নোট

 আমি জানি এখন দুনিয়ার যেকোনো প্রান্তে মৌখিকভাবে ইসলামী শাসন চাইলেই হয়ে যাবে এটা ভাবা নিতান্তই বোকামি। 
আর বাংলাদেশের জনগণ ইসলাম সম্পর্কে এবং ইসলামী শাসন সম্পর্কে যে পরিমাণ অজ্ঞ, সেটা আপনাদের মত জ্ঞানী ফেসবুকারদের ধারনার অতীত।

তবে একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের কাম্য হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী পরিবার - সমাজ - দেশ - দুনিয়া চলবে। এবং নিজ নিজ সক্ষমতা অনুযায়ী আমাদের আমল করারও চেষ্টা করা উচিত। এখন সেকুলার আইনে চলা দেশে কমপক্ষে এতোটুকু  অবশ্যই চাইবো, আমরা যেন ইসলাম মেনে চলতে এবং মানুষকে ইসলামের দিকে ডাকতে কোনও বাধার সম্মুখীন না হই।    

---

কথা হচ্ছে গতকাল থেকে যখন কিছু মানুষ পোস্ট-কমেন্ট করছে ইসলাম অনুযায়ী দেশ চালাতে হবে, তখন বেশ কিছু অজ্ঞ পোলাপান বলছে "তাহলে কি অমুসলিমদেরকে বের করে দেবেন?" "তাহলে কি সবাইকে মুসলিম হয়ে যেতে হবে?"

বোঝা যাচ্ছে তাদের কোন ধারনাই নাই এদেশে ইসলামী সালতানাত কিভাবে চলেছে। বাংলার স্বর্ণযুগে সকল ধর্মের লোকেরা সুখ-স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। বাংলার স্বর্ণযুগ দূরের কথা (কলোনিয়াল যুগ অব্দি) পরবর্তী শাসন ব্যবস্থা গুলো সম্পর্কেও তাদের কোন ধারণা নাই। 

আপনাদের করণীয় হচ্ছে, ইতিহাসের সেই সুন্দর সময়গুলো বারবার তুলে ধরা, মানুষের মধ্যে এই আগ্রহ পয়দা করা, যাতে আমাদের সেই হারানো ফেরদাউসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা প্রকট হয়। বাংলার যেকোনো প্রান্তে কেউ ইসলামী শাসনের কথা বললে যেন তারা আগ্রহের সাথে সমর্থন করে। সাহায্য ও সহযোগিতা করে। 

---

আল্লাহ তায়ালা আমাদেরকে জানিয়েছেন কোন কাজ করলে জান্নাতে যাব, কোন কাজ করলে জাহান্নামে যাব। তবে খুটিনাটি বিধান নাযিলের আগে মৌলিক কিছু বিষয় শিখিয়েছেন। এবং বেশিবেশি জান্নাতের লোভনীয় বর্ণনা এবং জাহান্নামের শাস্তির কথা জানিয়ে আমাদেরকে জান্নাতের প্রতি আগ্রহী করেছেন। ফলে বুদ্ধিমানরা বুঝে গেছে আমাদের জন্য ইসলাম ছাড়া আর কোন গতি নাই। সকল কল্যাণ এই ইসলামের মধ্যেই।
 আমরা এই সুন্নাতুল্লাহ অনুসরণ করতে পারি...

---

মদিনার অবস্থাও কিন্তু লক্ষণীয়। মদিনার লোকেরা দ্রুত ইসলাম কবুল করার একটা কারণ ছিল - ওরা যুগের পর যুগ ধরে ইহুদিদের কাছে শুনেছে - একজন নবী আসবে, তিনি এই এই করবে, তার অনুসারীরা এরকম সফলতা পাবে ইত্যাদি ইত্যাদি। 

ফলে তারা যখনই বুঝতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন সেই নবী, তখন এক মুহূর্ত বিলম্ব করে নাই। দ্রুত ইসলাম কবুল করেছে এবং ইসলামের জন্য নিজের ধনসম্পদ এমনকি নিজের প্রাণ দিতেও প্রস্তুত হয়ে গেছে।

-----

০৬-০৮-২০২৪ (source link)

Share:

0 comments:

Post a Comment