August 7, 2021

পিসিতে অন্য সফটওয়ার ব্যবহার করার সময় ইউটিউব দেখার উপায়

পিসিতে ইউটিউব দেখার সময় ফ্লোটিং উইন্ডো দরকার হয় অনেকের। মোবাইলের ইউটিউব প্রিমিয়াম অথবা ভেন্সড ইউটিউবে PiP Modeএর কথা অনেকে জানলেও পিসির কথা কম মানুষই জানে।

যাহোক, লং স্টোরি শর্ট। ইউটিউব ভিডিওর ওপর প্রথমবার রাইট ক্লিক করলে যে কন্টেক্সট মেনু আসে, এর পরপরই আরেকবার ক্লিক করলে অন্য আরেকটা মেনু আসবে। 

প্রথমটা ইউটিউবের মেনু, আর পরেরটা ব্রাউজারের কন্টেক্সট মেনু। ব্রাউজারের সাদা মেনুগুলোর মাঝের দিকেই Picture in Picture অপশন পেয়ে যাবেন। উইন্ডোজ ১০এ এভাবে ভিডিও দেখার ফাংশনটা আছে, অন্য ওএস দিয়ে চেক করে দেখিনি।

সেখানে ক্লিক করলে নিচের ডান কোনায় ভিডিও উইন্ডো চালু হবে। এরপর সেটা যেকোনো সফটওয়ারে গেলেও চলতে থাকবে। চাইলে সেটা পজ-প্লে-ক্লোজ করতে পারবেন, অথবা মাউস চেপে উইন্ডোটা ছোট-বড় করতে বা অন্য কোথাও সরাতে পারবেন।

এমনিতে ইউটিউবে মিনিপ্লেয়ার যেটা আছে, আই i চাপলে আসে, ওটা আসলে শুধু ইউটিউবের মধ্যেই কাজ করে। অন্য ট্যাব অথবা সফটওয়ারে গেলে সেটা দেখা যায় না।

আশা করছি আজকের টিপস অনেকের কাজে লাগবে।



Share:

1 comment:

  1. Thanks vaia, Its very important, specially for me, Jajhakallah. Apnke dekhe bujtechi shikhtecci Muslim ra age sob kisute koto ta expert chilo. othoso ami ekjon CSE Student egulo janina, May Allah Keep you safe. Please pray for me.

    ReplyDelete