February 5, 2021

ওয়াইফাই বা ল্যান দিয়ে ফাইল ট্রান্সফার করুন খুব সহজে

একই ওয়াইফাই নেটওয়ার্কে ফাইল ট্রান্সফার করার জন্য File Mirror App খুব চমৎকার কাজে দেয়। এর নাম পাল্টিয়ে এখন Wifi file transfer দিয়েছে, কিন্তু আপনি আগের নামে প্লেস্টোরে সার্চ করলেই সহজে খুজে পাবেন। 



অন্যান্য এপের সাথে এর পার্থক্য হলো, এটার জন্য প্রতিবার আলাদা নেটওয়ার্কে কানেক্ট করা লাগে না, এরপর আবার কষ্ট করে 162.4w7.157... কোড লিখে ঢোকা লাগে না। উপরন্তু এটা বাই-ডিরেকশনাল, অর্থাৎ পিসি আর ফোন কানেক্ট করলে দুই ডিভাইস থেকেই ফাইল লেনদেন করতে পারবেন। এর মাধ্যমে computer to/from phone, phone to/from phone ট্রান্সফার করতে পারবেন। কোনো এক ডিভাইসে এই এপ দরকার হবে, অন্য ডিভাইসে দরকার হবে সাধারণ গতানুগতিক কোনো ব্রাউজার। 

.
step by step guide:
ধরে নিচ্ছি আমাদের একটা এন্ড্রয়েড ফোন আর একটা পিসি আছে। দুইটাতেই ওয়াইফাই আছে, অথবা অন্য কোনোভাবে দুইটা এক নেটওয়ার্ক (ওয়াইফাই বা ল্যান) এ সংযুক্ত করা হয়েছে। এরপর-
.
১. প্রথমে এন্ড্রয়েড ফোনে এই এপটা ডাউনলোড এবং ওপেন করতে হবে- https://play.google.com/store/apps/details?id=com.filemirrorapp
২. এরপর নিশ্চিত দেখে নিতে হবে ফোন আর পিসি একই নেটওয়ার্কে আছে কি না।
৩. তারপর অন্য ডিভাইস থেকে filemirrorapp.com এ ঢুকতে হবে। সেখানে একটা qr code দেখা যাবে।
৪. ফোনের এপে নিচে ডান কোনায় একটা বাটন 📺 দেখা যাবে, সেটা চাপলে qr code স্ক্যান করার ক্যামেরা আসবে। এবার কোডটা স্ক্যান করুন।

(প্রথমবার এই সময় ক্যামেরা আর ফাইলের একসেস চাইবে, এলাও করতে হবে।)

৫. সব ঠিক থাকলে স্ক্যান করা মাত্রই আপনার ডিভাইসের ফোন মেমোরি ব্রাউজারে লোড নেয়া শুরু হবে।


এবার এফটিপির মত এখান থেকে যেটা প্রয়োজন রিনেম, ডিলিট অথবা ডাউনলোড করতে পারবেন। আর কোনো কিছু ফোনে পাঠাতে চাইলে ফোল্ডারের ওপরে upload ⬆️ সেকশন চেপে ফাইল সিলেক্ট করুন, অথবা ড্রাগ-ন-ড্রপ করে ওই যায়গায় ফাইল ছেড়ে দিন, ফাইলটা ওই ফোল্ডারে আপলোড হয়ে যাবে।
.....
সব মিলিয়ে বেশ ভালোই মনে হয়েছে। রেটিং 8/10 দেয়া যায়। মাঝেমধ্যে ডিসকানেক্ট হওয়া আর হ্যাং করার সমস্যা না থাকলে, আর idm থেকে মাল্টিপল ফাইল ডাউনলোড অপশন থাকলে আরো বেশি দেয়া যেত।

এই ডেভেলপারের আরেকটা এপ আছে, স্ক্রিন-মিরর এপ (screenmirrorapp.com) এটা ফোনের স্ক্রিন পিসি বা আরেক ফোনে মিরর করার  জন্য কাজে দেয়। লিংক- https://play.google.com/store/apps/details?id=com.screenmirrorapp

এটা ব্যবহারের নিয়মও একই।

Share:

1 comment:

  1. ভাইয়া ১ম অ্যাপসটা আমার ফোনে ইনস্টল হয়না। দেখায় এটা Old Version এর জন্য।

    ReplyDelete