সাইদ কাহতানি রহ. এর বইয়ে দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময় এবং যায়গার তালিকা ছিল। এর মাঝে শুধু হজ্জের দিনগুলোতেই ছিল অনেকগুলা। যেমন-
১. আরাফার দ্বীনের আরাফার ময়দানে
২. ছোট এবং মধ্য জামরায় পাথর মারার পর
৩. কা'বার মধ্যে (হাতিমও কাবার মধ্যেই পড়ে)।
৪. সাফা পাহাড়ের ওপর
৫. মারওয়া পাহাড়ের ওপর
৬. মা'শারুল হারামের নিকট (মুযদালিফায়)
৭. প্রথমবার কা'বা দেখার সাথে সাথে
-------
তো যেসব ভাইয়েরা হজ্জে আছেন, তারা মন ভরে দোয়া করতে পারেন। নিজের জন্য দোয়া করার পাশাপাশি অন্যান্যদের জন্যও দোয়া করবেন। আর আমার সুস্থতা এবং পেরেশানি দূর হওয়ার জন্যও প্লিজ...। আর কাশ্মীরের ভাই-বোনদের জন্যও।
0 comments:
Post a Comment