May 19, 2019

রমাযানে শয়তান...

সেদিন খুব মজা পাইছি। এক ভাইয়ের জিনের সমস্যা আছে অনেক পুরাতন। তো চাচ্ছিলাম ভালোয় ভালো কথাবার্তা বলে বিদায় করতে। শয়তানটা শুরুতে খুব ভালো ভাব নিচ্ছিল। ওরে আমার থাপড়াইতে মুঞ্চাইলেও অনেক কষ্টে রাগ চেপে রেখে ভদ্র ভাষায় কথা বলছিলাম।
বলছিল- আমরা একদম ছোট থেকে ওকে দেখে শুনে রাখছি, ওর পরিবার কেয়ারই করে এই সেই ব্লা ব্লা... রমযান মাসে অন্যরা ছুটিতে আছে। আমি আর আরেকজন শুধু আছি।
জিগাইলাম কিসের ছুটি?
বলে- সারা বছর তো ওরা দেখাশোনা করে রমজান মাসটা একটু ছুটিতে থাকে।
জিজ্ঞেস করলাম অমুক অমুক অমুক কই? (কয়েকটা শয়তানের নাম বললাম যেগুলা বেশি অত্যাচার করে)
- সবাই ছুটিতে আছে!
তখন আমি জিজ্ঞেস করলাম- "বাইন্ধা রাখছে তাই না"
- শয়তানটা কয়েক সেকেন্ড থেমে থাকার পর আস্তে করে বলে "হ্যাঁ ওই রকমই" 😂
Share:

1 comment: