রুকইয়া মিথ - ৮
-----
প্রচলিত একটা ভুল ধারনা হচ্ছে, হজ্জ বা ওমরাজ করলে জিন/যাদুর সমস্যা ভালো হয়ে যায়। আসলে এমন না বিষয়টা।
হ্যা, বাইতুল্লাহর ওখানে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি; সেটা ভিন্ন কথা। সে হিসেবে কারও সামর্থ্য থাকলে যেতে পারেন।
তবে বিকল্প পরামর্শ চাইলে বলবো, এধরনের বিপদের জন্য দোয়া কবুল করানো লাগলে রেগুলার তাহাজ্জুদ পড়া শুরু করেন, তাহাজ্জুদের পর লাগাতার প্রতিদিন দোয়া করতে থাকেন। আর বেশি বেশি ইস্তেগফার করেন।
একে তো মজলুম হিসেবে দোয়া, দ্বিতীয় তাহাজ্জুদের সময়। সব মিলিয়ে কবুল।হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাদু আক্রান্ত হয়েছিলেন, তখন উনি রাতের সালাতে খুব বেশি বেশি দোয়া করেছেন। ফলে কে যাদু করেছে, কিভাবে করেছে, চিকিৎসা কি, আল্লাহ সব বিস্তারিত জানিয়ে দিয়েছেন।
আপনিও বেশিবেশি দোয়া করতে থাকুন, ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ
0 comments:
Post a Comment