September 22, 2018

বরই পাতার গোসল

সিহরের চিকিৎসা এই গোসলটি খুবই উপকারী। সর্বাধিক উপকারিতা বিবেচনায় সিহরের বিভিন্ন চিকিৎসা পদ্ধতির র‍্যাংকিং করলে হয়তো এটা সবার উপরে নাম্বারে থাকবে। ইতিপূর্বে আমরা রুকইয়ার গোসল প্রবন্ধে এবিষয়ে সুদীর্ঘ আলোচনা করেছি, সুতরাং এখানে আর একই কথা পুনরাবৃত্তি করছি না। আজ আমরা সংক্ষেপে বরই পাতা বেটে রুকইয়ার গোসলের রিকোমেন্ডেড পদ্ধতি জানব।


এক বালতি গোসলের পানি নিন। এরপর সাতটি বরইয়ের পাতা বেটে (সম্ভব হলে পাটায় পিষে) পানিতে গুলান। আর পড়ুন-

১. সূরা ফাতিহা
২. আয়াতুল কুরসী
৩. সূরা ইখলাস, ফালাক, নাস


 সব তিনবার করে পড়ুন, এবং পড়ার মাঝে মাঝে পানিতে ফুঁ দিন। এরপর এখান থেকে তিন ঢোক পানি পান করুন, বাকিটা দিয়ে গোসল করুন।


ইনশাআল্লাহ প্রথম গোসলেই যাদু নষ্ট হয়ে যাবে। প্রয়োজনে একই নিয়মে তিনদিন গোসল করুন।


উল্লেখ্য, এই পানি গরম করবেন না, এর সাথে অন্য পানি মিশাবেন না। আর বরই পাতা না পেলে কর্পূর পাতা অথবা অল্প কর্পুর দিয়ে একই নিয়মে গোসল করুন, তবে বরই পাতাই রিকমেন্ডেড। আর আপনি চাইলে সাথে আরও কিছু আয়াত অথবা দোয়া পড়তে পারেন।
আল্লার রহমতে জাদু টোনার চিকিৎসায় এই গোসল খুবই উপকারী। বিভিন্ন যুগের অনেক বিখ্যাত আলেমদের সাজেস্টেড পদ্ধতি এটা। আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন। আল্লাহ ভরসা!
Share:

3 comments:

  1. جذك الله خيرا খুবই উপকারী পোস্ট।

    ReplyDelete
  2. আস্সালামু আলাইকুম। গিজারের পানি কি ব্যবহার করা যাবে?

    ReplyDelete
  3. একই ব্যাপার ভাই

    ReplyDelete