May 25, 2018

চোখের সমস্যার জন্য রুকইয়াহ

চোখের সমস্যায় সুরা ক্বফ ২২নং আয়াতের শেষাংশ বেশ উপকারী। এর সাথে সূরা ফাতিহা।


আয়াতের অংশটি হচ্ছে-


فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيْدٌ


অনুবাদঃ আমি তোমার থেকে পর্দা সরিয়ে দিয়েছি, তাই আজ তোমার দৃষ্টি হয়েছে প্রখর। (সূরা ক্বফ ২২)


 
[caption id="attachment_639" align="aligncenter" width="300"]চোখের সমস্যা জন্য রুকইয়াহ ডাউনলোড করতে পিকচারে ক্লিক করুন[/caption]
 
কিভাবে এই আয়াত দিয়ে রুকইয়া করবেন?

নামাজ শেষ করার পর সূরা ফাতিহা এবং এই আয়াতটি পড়ুন, এরপর মুখের কাছে এক হাত নিয়ে ফুঁ দিন, যেন ফুঁ চোখে লাগে। অথবা আঙ্গুলের মাথায় ফু দিয়ে চোখ মুছে নিন। এভাবে প্রতি নামাজের পরেই করুন।


অফটপিকঃ সালাতের পরে করতে বলার কারণ হচ্ছে, ওই সময় দোয়া কবুল হয়। রুকইয়াহ যেহেতু এক প্রকার দোয়া, তাই নামাজ শেষে রুকিয়া করলে উপকার বেশি পাওয়া যায়। এছাড়া অন্য সময়েও আপনি করতে পারেন, কোন সমস্যা নেই।
ছোটবেলায় নুরানী ১ম বা ২য় শ্রেণীতে পড়ার সময় কোন একজন শিক্ষকের কাছে আয়াতটির কথা শুনেছিলাম, তখন কিছুদিন এটা পড়ে বেশ উপকার পেয়েছি। পরে ভুলে গেছিলাম। সেদিন গ্রুপে কেউ একজন প্রশ্ন করলো, তাই আবার মনে পড়েছে। গতকাল এক মেম্বার বেশ ভালো ফিডব্যাক দিয়েছে এই রুকইয়াহ করে, তাই পাবলিকলি শেয়ার করা হচ্ছে।

আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। রুকইয়াহ করে আপনারা উপকৃত হচ্ছেন জানলে আমাদের ভালো লাগে, কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।
আল্লাহ যেন আমাদের কাজে বরকত দেয়, আমিন!

Share:

2 comments:

  1. please send me daily updates and if you have any apps , send the link as well. May Allah Reward You.

    ReplyDelete
  2. কিছুদিনের মধ্যেই ইমেইল সাবস্ক্রিপশন চালু করব ইনশাআল্লাহ।
    আপাতত কোন অ্যাপ নেই, বদনজর বিষয়ে একটা অ্যাপ ছিল, তেমন ভালো না।

    ReplyDelete