April 3, 2018

মেয়েরা কি রুকইয়া করতে পারেনা?

অবশ্যই পারে, রাকি হওয়ার জন্য ছেলে হওয়ার বাধ্যবাধকতা নেই। আর স্পষ্ট হাদিস আছে এব্যাপারে। সহিহ ইবনে হিব্বানের ৬২৩২নং হাদিস -


আয়েশা রা. থেকে বর্ণিত রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলে, তখন একটা মেয়ের চিকিৎসা করা হচ্ছিল অথবা রুকইয়া করা হচ্ছিল। রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেন - কোরআন দ্বারা তার চিকিৎসা করো।
রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাযিয়াল্লাহু আনহাকে রুকইয়া করার নির্দেশ দিয়েছেন, এথেকে বুঝা যাচ্ছে শরিয়তের সীমার মধ্যে থেকে মেয়েরাও অন্য মেয়েকে রুকইয়া করতে পারে।
.
তবে, যিনি রুকইয়া করবেন তাকে সাহসী এবং সচেতন হতে হবে। অধিকাংশ মেয়েরা একটুতেই ঘাবড়ে যায়, এরকম হলে চলবে না।


অপারেশন করতে গিয়ে চিকিৎসক নিজেই যদি ফিট হয়ে যান, তবে তার অপারেশন আবার কে করবে?

Share:

0 comments:

Post a Comment