December 23, 2017

১৪ই ফেব্রুয়ারির উপহার...

- উম্মে আব্দুল্লাহ
------
একটু পরে থেকে শুরু হবে ১৪ই ফেব্রুয়ারির মহান বার্তা বিনিময়... তারপর সারারাত ধরে চলবে মধুর আলাপন...
অনেকেই আবার প্রযুক্তির আশীর্বাদকে(!) কাজে লাগিয়ে প্রিয়মানুষটার চাঁদমুখ দেখে অর্ধেক রাত কাটিয়ে দিবেন..
আহ!! কতই না মধুর সেই অনুভুতিগুলো...
ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজবে.. যদি এইভাবে কেটে যেতো সারাটাজীবন...
কিন্তু আফসোস!! এই চাওয়াটা অপুর্ণই থেকে যাবে।।
কারন, বেঁচে থাকতে হলে আপনাকে প্রেম ভালোবাসার পাশাপাশি খাওয়া, ঘুমসহ বেশকিছু অত্যাবশ্যকীয় কাজ সম্পাদন করতেই হবে।।
সো নো অপশন...
.
তাই আনলিমিটেড ভালোবাসা পেতে ও দিতে আপনাকে অবশ্যই স্রষ্টার কাছে এমন একটা জীবন চাইতে হবে যেখানে খাওয়া, ঘুমের মত ভেজাল থাকবে না। এমনকি মৃত্যুও আসবেনা।।
তাহলেই আপনি আপনার সেই মানুষটিকে প্রাণভরে ভালোবাসতে পারবেন.. তাকে আজীবন পাশে পাবেন।
.
আর এ জন্য আপনাকে শুধু কিছুদিন কষ্ট করতে হবে।।
স্রষ্টাকে রাজি খুশি করতে হবে আর তাঁর ওয়াদা মোতাবেক চিরস্থায়ী সুখের কাঙ্ক্ষিত আবাস বুঝে নিতে হবে আপনার একটু ত্যাগ আর সংযম আপনার কাঙ্ক্ষিত মানুষের সাথে চিরস্থায়ী মিলনের প্রতিশ্রুতি।।
.......
কি কিছু বুঝলেন!!??!!
.
আমি যদি বলি বিবাহপূর্ব প্রেম ভালোবাসা হারাম। এইজন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে এই কথাগুলো আপনার কাছে অতি পুরাতন আর তেঁতো মনে হবে। আমার এমন কথা আপনার কর্ণকুহরে প্রবেশ করলেও মনটাকে ভেজাতে পারবেনা।
যেমনটা পুর্বে পারেনি।।
কারন আপনি তাকে এতটাই ভালোবাসেন যে তাকে ছেড়ে থাকা বা কষ্ট দেয়া আপনার পক্ষে সম্ভব না। তার জন্য আপনি জীবনটাও দিতে প্রস্তুত এমনকি দোযখে যেতেও প্রস্তুত।
আহ!! কি ভালোবাসা!!!
.
কিন্তু আপনার এই বাঁধভাঙ্গা ভালোবাসা আপনার ভালোবাসার মানুষটির চিরস্থায়ী কষ্টের কারন হবে এইটা কি একবারো ভেবে দেখেছেন।
যাকে এতো ভালোবাসেন তাকেই কিনা ভয়ংকর আযাবের দিকে ঠেলে দিচ্ছেন!
এই আপনার নিঃস্বার্থ ভালোবাসা!!
.
এখন আপনি হয়তো বলবেন, বুঝি তো সবই কিন্তু ছেড়ে থাকতে পারিনা।
আমি বলছিওনা ছেড়ে থাকতে।
হারাম সম্পর্কে না থেকে সেইটাকে হালাল করে নিন। জানি রাস্তাটা সহজ হবেনা কিন্তু অতটা কঠিনও না। আপনি সফল হবেন ইনশাআল্লাহ...
তবে এজন্য প্রয়োজন নিজের ইচ্ছাশক্তি আর স্রষ্টার উপর বিশ্বাস.. ভুলে যাবেন না, আল্লাহ রব্বুল আ'লামীন কুরবানি চান কিন্তু বান্দার উপর জুলুম করেন না। এইটাতো তাঁর পরীক্ষামাত্র। কৃতকার্যদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার ..
.
আর কত ঠকাবেন নিজেদের?
ভালোবাসা দিবসে গিফটের নামে নশ্বর কিছু জিনিস দিয়ে যা কিনা দু'দিনেই শেষ।
গিফট যদি দিতেই হয় তাহলে অমূল্য কিছুই দিন। প্রেম ভালোবাসা নামক হারাম সম্পর্ক থেকে নিজেকে আর আপনার সাথে জড়িত সেই মানুষটিকে অব্যাহতি দিয়ে এক টুকরা জান্নাত বুঝে নিন..
কথিত ভালোবাসা দিবসে এর থেকে মুল্যবান গিফট আর কিই বা হতে পারে....
Share:

0 comments:

Post a Comment