যাইনুল আবেদিন সাহেব হুজুরের অনূদিত একটা বই পড়েছিলাম, নামটা এই মুহূর্তে খেয়াল নেই। শুরুতে উৎসর্গ পাতায় লেখা এরকম ছিল-
.
"যারা কোরআন কে বিজ্ঞানসম্মত প্রমাণ করতে এর মনগড়া ব্যাখ্যা করা পুণ্যের কাজ ভাবেন তাদের হিদায়াত কামনায়...."
.
তখন কথাগুলো ততটা বুঝিনি, তবে আমার নীতি হচ্ছে 'বুঝি না বুঝি পড়ে যাই! পরে কোনোদিন বুঝে আসলে আসতেও পারে'
এজন্য গলধকরণ করেছিলাম, আজ হযরতের কথাগুলো ভাবি..
একবার এক ছাগলের লেখা বই পড়লাম, ছাগলটা কোনো এক কলেজে অধ্যাপনা করে। সে জানপ্রাণ দিয়ে এটা প্রমাথ করতে চেষ্টা করেছে যে, "বিবর্তনবাদ কোরআন সমর্থিত, আর এব্যাপারে বহু আগেই কোরআনে বলা হয়েছে। অতএব কোরআন বিজ্ঞানসম্মত বই!!" উনি কোত্থেকে কোত্থেকে আয়াত এনে আজগুবি ব্যাখ্যা করলেন- "আসলে মানুষ ব্যতীত বাকি সব প্রাণী বিবর্তনের মাধ্যমেই পৃথিবীতে বিস্তারলাভ করেছে!!" হেঁহেঁ.. মানে ইসলামিক বিবর্তনবাদ আর কি! :/
.
আরেক ভাইয়ের পোস্টে দেখলাম বেচারা এলিয়েনের কথা কোরআনে আছে এটা প্রমাণের জন্য বেশ পরিশ্রম করছেন। অথচ সার্বিক বিবেচনায় দেখা যায়, জ্বিনের অস্তিত্ব অস্বীকার করার জন্য বেজ্ঞানীদের একটা বাহানা হচ্ছে এলিয়েন। (এছাড়া তাদের আরও অনেক কিচ্ছা শক্তিশালী করতে এসব এলিয়েন তত্ব কাজে দেয়। পরে কোনোদিন শুধু এবিষয়ে হবে ইনশাআল্লাহ)
.
"যারা কোরআন কে বিজ্ঞানসম্মত প্রমাণ করতে এর মনগড়া ব্যাখ্যা করা পুণ্যের কাজ ভাবেন তাদের হিদায়াত কামনায়...."
.
তখন কথাগুলো ততটা বুঝিনি, তবে আমার নীতি হচ্ছে 'বুঝি না বুঝি পড়ে যাই! পরে কোনোদিন বুঝে আসলে আসতেও পারে'
এজন্য গলধকরণ করেছিলাম, আজ হযরতের কথাগুলো ভাবি..
একবার এক ছাগলের লেখা বই পড়লাম, ছাগলটা কোনো এক কলেজে অধ্যাপনা করে। সে জানপ্রাণ দিয়ে এটা প্রমাথ করতে চেষ্টা করেছে যে, "বিবর্তনবাদ কোরআন সমর্থিত, আর এব্যাপারে বহু আগেই কোরআনে বলা হয়েছে। অতএব কোরআন বিজ্ঞানসম্মত বই!!" উনি কোত্থেকে কোত্থেকে আয়াত এনে আজগুবি ব্যাখ্যা করলেন- "আসলে মানুষ ব্যতীত বাকি সব প্রাণী বিবর্তনের মাধ্যমেই পৃথিবীতে বিস্তারলাভ করেছে!!" হেঁহেঁ.. মানে ইসলামিক বিবর্তনবাদ আর কি! :/
.
আরেক ভাইয়ের পোস্টে দেখলাম বেচারা এলিয়েনের কথা কোরআনে আছে এটা প্রমাণের জন্য বেশ পরিশ্রম করছেন। অথচ সার্বিক বিবেচনায় দেখা যায়, জ্বিনের অস্তিত্ব অস্বীকার করার জন্য বেজ্ঞানীদের একটা বাহানা হচ্ছে এলিয়েন। (এছাড়া তাদের আরও অনেক কিচ্ছা শক্তিশালী করতে এসব এলিয়েন তত্ব কাজে দেয়। পরে কোনোদিন শুধু এবিষয়ে হবে ইনশাআল্লাহ)
--
এই মডার্ন মুফাসসিরদের খাতা বেশ দীর্ঘ,
সুরা নাযিয়াত ৩০ আয়াতে আল্লাহ যে বলেছেন- "wal arda ba'da zaalika dahaahaa.." পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন ..(৭৯:৩০)
একবার এক ডাক্তার সাহেব বললেন এই দাহাহা মানে নাকি ডিম, খালি ডিম বলেই তিনি ক্ষ্যামা দিলেন না। তিনি বললেন- আসলে দাহাহা শব্দ দ্বারা উটপাখির ডিম বুঝায়। অর্থাৎ ১৪০০ বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর আকৃতি উটপাখির ডিমের মত!! আল্লাহই জানে উনি এই অর্থ কই পাইছেন।
উনি উনার বক্তব্য দিয়ে দায়মুক্ত হয়ে গেলেন, অথচ এরপর দীর্ঘদিন যাবত মুক্তমনা, ইস্টিশন, সামু আর নাগরিকব্লগে এটা নিয়ে হাসি তামাশা চললো। যদি উনাকে বা কোনো আম মানুষ নিয়ে নাস্তিকদের তামাশা সীমাবদ্ধ থাকতো তবে হয়তো হজম করা যেত কিন্তু এটা যখন কোরআন পর্যন্ত পৌছুলো তখন সেটা সহ্য করা আমাদের পক্ষে অনেক কষ্টকর ব্যাপার ছিল। অথচ আমাদের কিছু বলারও ছিলো না...
কারণ এখানে অপরাধ তো আমারই কোনো এক ঈমানদার ভাইয়ের, এখন কাকে কী বলব?
এরপরেও কি আপনাদের ঘুম ভাঙ্গবে না? এই হীন মানসিকতা পরিত্যাগ করবেন না?
স্থলে ও জলে বিপর্যয় ছড়ায় মানুষের কৃতকর্মের দরুন... (সুরা রুম, ৪১)
-----
ফেবু লিংক
https://m.facebook.com/story.php?story_fbid=949536688469195&id=100002386190185
এই মডার্ন মুফাসসিরদের খাতা বেশ দীর্ঘ,
সুরা নাযিয়াত ৩০ আয়াতে আল্লাহ যে বলেছেন- "wal arda ba'da zaalika dahaahaa.." পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন ..(৭৯:৩০)
একবার এক ডাক্তার সাহেব বললেন এই দাহাহা মানে নাকি ডিম, খালি ডিম বলেই তিনি ক্ষ্যামা দিলেন না। তিনি বললেন- আসলে দাহাহা শব্দ দ্বারা উটপাখির ডিম বুঝায়। অর্থাৎ ১৪০০ বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর আকৃতি উটপাখির ডিমের মত!! আল্লাহই জানে উনি এই অর্থ কই পাইছেন।
উনি উনার বক্তব্য দিয়ে দায়মুক্ত হয়ে গেলেন, অথচ এরপর দীর্ঘদিন যাবত মুক্তমনা, ইস্টিশন, সামু আর নাগরিকব্লগে এটা নিয়ে হাসি তামাশা চললো। যদি উনাকে বা কোনো আম মানুষ নিয়ে নাস্তিকদের তামাশা সীমাবদ্ধ থাকতো তবে হয়তো হজম করা যেত কিন্তু এটা যখন কোরআন পর্যন্ত পৌছুলো তখন সেটা সহ্য করা আমাদের পক্ষে অনেক কষ্টকর ব্যাপার ছিল। অথচ আমাদের কিছু বলারও ছিলো না...
কারণ এখানে অপরাধ তো আমারই কোনো এক ঈমানদার ভাইয়ের, এখন কাকে কী বলব?
এরপরেও কি আপনাদের ঘুম ভাঙ্গবে না? এই হীন মানসিকতা পরিত্যাগ করবেন না?
স্থলে ও জলে বিপর্যয় ছড়ায় মানুষের কৃতকর্মের দরুন... (সুরা রুম, ৪১)
-----
ফেবু লিংক
https://m.facebook.com/story.php?story_fbid=949536688469195&id=100002386190185
0 comments:
Post a Comment